মীরজুমলা সড়কে যান চলাচল নিশ্চিতের দাবি সাখাওয়াতের

নারায়ণগঞ্জের মীরজুমলা সড়কে যানবাহন চলাচল যেন সবসময় নির্বিঘ্ন থাকে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এ দাবি জানান।
সাখাওয়াত হোসেন খান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "শুধু ২১শে ফেব্রুয়ারির জন্য নয়, সারাবছরই মীরজুমলা সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। আমি দেখেছি, সেখানে বড় করে ময়লার স্তূপ ফেলা হয়, যা রাস্তার চলাচল ব্যাহত করছে। দ্রুত এই ময়লা অপসারণ করতে হবে।"
তিনি আরও বলেন, "মিরজুমলা সড়কে যান চলাচল নিশ্চিত করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে এবং প্রয়োজনে অভিযান পরিচালনা করতে হবে।"
এ সময় তিনি জেলার প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলকে ২১শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, সিটি করপোরেশনের সিইও মোহাম্মদ জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।