’সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন করে স্বৈরাচারের জন্ম হবে’
"আগামী জাতীয় নির্বাচন ব্যালটের মাধ্যমে হওয়া উচিত, কারণ এটি সাধারণ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য এবং স্বচ্ছ," বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বুধবার রাতে নগরীর আলী আহম্মদ চুনকা পৌর পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা ও নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন করে স্বৈরাচারের জন্ম হবে, যা আমরা চাই না।"
জামায়াতে ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিনা—এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, "ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে যারাই আমাদের সঙ্গে জোট করতে চায়, আমরা তাদের সাথেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।"
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যে এলাকায় অপরাধ ঘটবে, সেই এলাকার দায়িত্বরত ওসিকে বদলি নয়, বরখাস্ত করতে হবে। যদি এমন আইন করা হয় যে অপরাধপ্রবণ এলাকার পুলিশ কর্মকর্তাকে সরাসরি চাকরিচ্যুত করা হবে, তাহলে দেখবেন অপরাধ ও দুর্নীতি একদম কমে যাবে।"
নারায়ণগঞ্জ যুব সম্মেলনে সভাপতিত্ব করেন যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ জোবায়ের হোসাইন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, এবং উদ্বোধনী বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগ সরকারের সময়ে "রাতের ভোট," ইসলামী দলগুলোর ওপর দমন-পীড়ন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। তারা বলেন, "গণঅভ্যুত্থানের পর আর রাতের ভোট হবে না। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।"
বক্তারা আরও বলেন, "ঘুষ, দুর্নীতি ও অনিয়ম দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। আমরা দেশটিকে সুন্দরভাবে গড়তে চাই।"