০৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

দেড় যুগ পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভা

দেড় যুগ পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভা

প্রায় দেড় যুগ পর নারায়ণগঞ্জে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির আমীর ডা. শফিকুর রহমানের। উপস্থিত হবেন কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতারাও। আগামী ৭ ফেব্রুয়ারি সকাল নয়টায় এ জনসভা শুরু হবে। নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামে এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন দলটির নেতা-কর্মীরা।

দীর্ঘ দেড় যুগ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় প্রকাশ্য রাজনীতিতে বাধাপ্রাপ্ত হয়েছে জামায়াতে ইসলামী। নানা সময় হামলা, মামলার শিকার হয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা। দীর্ঘ এই সময়ে নারায়ণগঞ্জে বড় আকারের কোনো সভা-সমাবেশ করতে পারেনি দলটি।

এদিকে, ৭ জানুয়ারির এই জনসভাকে কেন্দ্র করে কর্মচাঞ্চল্য দেখা গেছে দলটির নেতা-কর্মীদের মধ্যে। নগরজুড়ে জামায়াতে ইসলামীর জনসভার বিষয়ে মাইকিং চলছে। গণসংযোগ ও প্রচারপত্র বিলিও করছেন দলটির নেতারা। জনসভার বিষয়ে বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন দলটির নেতারা।

এই জনসভায় কেন্দ্রীয় আমীর ছাড়াও দলটির সহকারী মহাসচিব মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার।

জনসভায় সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার এবং সঞ্চালনায় করবেন মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন ও জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদ বলেন, ‘নারায়ণগঞ্জে জামায়াতে ইসলমীর এই প্রথম এতো বড় জনসভা হবে। এই জনসভার মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী হবে এবং কর্মীদের উদ্দীপনা বৃদ্ধি পাবে। নারায়ণগঞ্জের সাধারণ মানুষের উপস্থিততে এই সমাবেশ এক জনস্রোতে পরিণত হবে বলেও জানান তিনি।’
 

সর্বশেষ

জনপ্রিয়