০৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে জায়গা পেলেন যারা  

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে জায়গা পেলেন যারা  

নিরব রায়হানকে আহ্বায়ক ও মোহাম্মদ জাবেদ আলমকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৯৪ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল আগামী ছয় মাসের এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

আহ্বায়ক নিরব রায়হান বলেন, বিগত সময়ে আমরা এক রকম পরিচয়হীনতায় ভোগছিলাম। এ কমিটির ঘোষণার মধ্য দিয়ে সে সমস্যা সামাধান হয়েছে। এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে এগোতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৫ আগস্টের মধ্য দিয়ে আমাদের এক বিজয় হয়েছে। তবে আমাদের সংস্কার আন্দোলন এখনো চলছে। সে জায়গায় আমাদের কাজ করা উঠিত। আমরা সেদিকে লক্ষ্য রেখেইে আগাতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করি। 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয় জুনায়েদ আহমেদ আকাশ (রূপগঞ্জ)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ৬ জন। তারা হল, ফারদিন শেখ (সদর), মো. পিয়াল (আড়াইহাজার), এমাদ উদ্দিন (মাদানীনগর মাদরাসা), শাকিল সাইফুল্লাহ (সোনারগাঁ), আমিনুল ইসলাম (সদর) ও মেহরাব হোসেন প্রভাত (সিদ্ধিরগঞ্জ)।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে মো. রিফাত হোসেন অন্তু (বন্দর)। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে ১৭ জন। তারা হল, নাজমুল ইসলাম (ফতুল্লা), মো. অনিক (সোনারগাঁ), আব্দুল মমিন সরকার তন্ময় (সিদ্ধিরগঞ্জ), নাফিসা আক্তার (সদর), ইফতেখার ভূঁইয়া রিদ্বীন (রূপগঞ্জ), মাকসুদা আক্তার শ্রাবন্তি (রূপগঞ্জ), শরৎ সাহা (সদর), ইমন আহম্মেদ (সিদ্ধিরগঞ্জ), নাজমুল শাহাদাত মুন্না (রূপগঞ্জ), ফারদিন ইসলাম রোহান (বন্দর), মোখলেছুর রহমান স্বজন (সোনারগাঁ), ফাহিম আদনান (রূপগঞ্জ), মারুফুল ইসলাম (সিদ্ধিরগঞ্জ), মেহেদী হাসান অন্তর (ফতুল্লা), ফারজানা আক্তার(সোনারগাঁ), মো. রাকিব মিয়া (আড়াইহাজার) এবং হাবিব মুনতাহের (জামিয়াতু ইব্রাহিম মাদরাসা)। 

মুখ্য সংগঠক হিসেবে রয়েছে জাহিদুল হক বাঁধন (সোনারগাঁ)। সংগঠক হিসেবে রয়েছে ৬৬জন। তারা হলেন, রাওসাম হোসেন ভূঁইয়া (সদর), নাইম খান নিপলু (সোনারগাঁ), মৃণাল পাল তনয় (রূপগঞ্জ), মোস্তাফিজুল ইসলাম ফাহিম (রূপগঞ্জ), ওমর হাসান সিয়াম (রূপগঞ্জ), কামরুন নাহার (রূপগঞ্জ), প্রতীক পাল (রূপগঞ্জ), মো. হাসান রানা (রূপগঞ্জ), মো. শাহাদাত হোসেন জিম (রূপগঞ্জ), মো. জিজান মোল্লা (রূপগঞ্জ), আমিনুল ইসলাম (ফতুল্লা), মাহফুজ আহমেদ (সোনারগাঁ), ফাহিমা জাহান তাসমিম (সদর), মিনহাজ ভূঁইয়া (বন্দর), সোহানুর (বন্দর), ইয়াছিন আরাফাত (বন্দর), তানজিল শিথিল (বন্দর), আল জাকারিয়া (বন্দর), ফাহিম খন্দকার অনিক (সদর), সাজ্জাদ হোসাইন (সোনারগাঁ), সুবর্ণা আক্তার (সোনারগাঁ), জুবায়ের ইসলাম (ফতুল্লা), মো শহীদুল ইসলাম ইরফান (সিদ্ধিরগঞ্জ), জিসান হুসাইন (ফতুল্লা), মাসুম বিল্লা ফারাবী (সদর), হাবিবুর রহমান জিহাদ (সোনারগাঁ), আবু সুফিয়ান (সোনারগাঁ), তিশা চৌধুরী (রূপগঞ্জ), নুসরাত-ই-জাহান (রূপগঞ্জ), মেহেনুন (রূপগঞ্জ), আরবিন (রূপগঞ্জ), স্বর্ণালী আক্তার (রূপগঞ্জ), আয়াতুল ইসলাম রিজভী (বন্দর), আনাস মাহমুদ (আড়াইহাজার), মাহদি আনোয়ার (সদর), ফয়সাল আহমেদ (সদর), মো. জিদান (সদর), আব্দুল জব্বার (সদর), মো. শহীদুল্লাহ (সদর), মাহফুজ আহমেদ মজুমদার (সদর), আবু হুরায়রা তানজিম (সদর), আশিকুর রহমান (সদর), মো. মিনহাজ প্রিন্স (সদর), সিয়াম (ফতুল্লা), মাহবুবুর রহমান মোনায়েম (ফতুল্লা), নাজমুল ইসলাম (সিদ্ধিরগঞ্জ), ইব্রাহিম খলিল আহাদ (ফতুল্লা), সিয়াম রেজা (সিদ্ধিরগঞ্জ), তানজিম আহম্মেদ সাঞ্জান (সিদ্ধিরগঞ্জ), মো. মোজাহিদুল ইসলাম (সিদ্ধিরগঞ্জ), ওমর ফারুখ সানী (সিদ্ধিরগঞ্জ), মোহাম্মদ আফনান (মাদানীনগর মাদ্রাসা), মোহাম্মদ সাদ (মাদানীনগর মাদ্রাসা), ওমর ফারুক (মক্কীনগর মাদ্রাসা), জাহেদ আশরাফ (আশরাফিয়া মাদরাসা), হাবিব মুনতাহের (দেওভোগ মাদ্রাসা), ইব্রাহিম খলিল (জামিয়াতু ইব্রাহিম মাদরাসা), কাজী হাসিব (জামিয়াতু ইব্রাহিম মাদরাসা), আহমাদুল ইসলাম মিম (দেওভোগ মাদ্রাসা), আসেম আল হুসাইন (আমলাপাড়া মাদ্রাসা), মো. জাহিদ (সোনারগাঁ), সাব্বির আহমেদ (সোনারগাঁ), শাফায়েত হক রামিম (সোনারগাঁ), সাইফুল (সোনারগাঁ), আশরাফুল হক শিকদার (সোনারগাঁ) এবং মেহেরাজ হোসেন বাধন (সোনারগাঁ)।

মুখপাত্র করা হয়েছে সারফরাজ হক সজীব (ফতুল্লা)। সহ-মুখপাত্র করা হয়েছে ১৮ জন। তারা হলেন, মো. জিহাদ হোসেন রিয়াদ (রূপগঞ্জ), শারিয়ান আলায়না সাফা (সদর), দেওয়ান শাফিন (ফতুল্লা), মো. সাফিন আহমেদ (সোনারগাঁ), নিশাত হোসাইন সাকিব (সোনারগাঁ), মাহবুবা আক্তার (সোনারগাঁ), বিল্লাল হোসেন (ফতুল্লা), সালমান রহমান (ফতুল্লা), নুসরাত জাহান সাথী (ফতুল্লা), সায়মা আক্তার তিশা (সোনারগাঁ), রিজন আহমেদ নিলয় (সদর), মেহেরুন্নেসা (সদর), নাফিস মাহমুদ (সদর), নাজমুল ইসলাম তাসিন (সদর), নুসরাত জাহান আদুরী (ফতুল্লা), সামিয়া (ফতুল্লা), সাব্বির আল রাজ (সোনারগাঁ) এবং  আব্দুস সোবহান ফাহিম (ফতুল্লা)। 

সদস্য হিসেবে রাখা হয়েছে ৮১জন। তারা হলেন, তাসনিফ তুষান (রূপগঞ্জ), মো. তানভীর (রূপগঞ্জ), মো. রাফসান (রূপগঞ্জ), আশরাফুল ইসলাম নিয়ন (রূপগঞ্জ), আরিফ হোসেন (রূপগঞ্জ), হাফিজুর রহমান সাজিদ (রূপগঞ্জ), রাশেদ মীর (বন্দর), মাহমুদুল হাসান বন্দর, সোহাগ আহমেদ (বন্দর), ফারহান আল ফাহাদ পরস (বন্দর), সানাউল কবির ওনী (বন্দর), মো. হাফেজ (বন্দর), আব্দুর রহমান তাসিন (বন্দর), জুবায়ের সিফাত (সিদ্ধিরগঞ্জ), তৌফিকুর তুহিন (সিদ্ধিরগঞ্জ), সোহাগ হাসান ইসমাইল (সোনারগাঁ), নাজির আহমেদ (সোনারগাঁ), মেহেদী হাসান (সোনারগাঁ), সিফাত প্রধান (সোনারগাঁ), মো. সাব্বির (সোনারগাঁ), হৃদয় খান (সোনারগাঁ), রিয়াজুল ইসলাম (সদর), মারুফুল ইসলাম (সোনারগাঁ), রিনাদুল ইসলাম নিলয় (সোনারগাঁ), হোসাইন ভুইয়া (সোনারগাঁ), মো. এমদাদ নিক্সন (সোনারগাঁ), মো. কিবরিয়া (সোনারগাঁ), ইসমাইল মাদানী (সোনারগাঁ), আলিফ মাহমুদ (সোনারগাঁ), তাশরিক ইসফাত আশিক (সোনারগাঁ), মো. ফয়সাল (সোনারগাঁ), ইনতেজার সিজন চৌধুরী (সোনারগাঁ), ইরফান (সোনারগাঁ), মো. আব্দুল্লাহ (সোনারগাঁ), গোলাম রাব্বি জোবায়ের (রূপগঞ্জ), মাহাদী আল মাহী (রূপগঞ্জ), কাইয়ুম ইসলাম (রূপগঞ্জ), মোহাম্মদ রায়হান (রূপগঞ্জ), মোহাম্মদ তামিম (রূপগঞ্জ), মোহাম্মদ কাইয়ুম (রূপগঞ্জ), মাসনুন হাসান রিভু (রূপগঞ্জ), সিফাত খান (রূপগঞ্জ), আব্দুল হামিদ শ্যামল (রূপগঞ্জ), সারফরাজ মামুন (রূপগঞ্জ), আব্দুল্লাহ আল মাহফুজ (রূপগঞ্জ), আব্দুর রহমান রাতুল (রূপগঞ্জ), সেজান (রূপগঞ্জ), রাব্বি বেপারী (রূপগঞ্জ), জোবায়ের (রূপগঞ্জ), সিয়াম আহমেদ (রূপগঞ্জ), দ্বীন ইসলাম (রূপগঞ্জ), শাহান (রূপগঞ্জ),  মো. জুনায়েদ আহমেদ (রূপগঞ্জ), হাসিব (সদর), মাহিম (সদর), শিশির (সদর), টুটুল (ফতুল্লা), মো. অনিক (ফতুল্লা), সামিউর খান সামির (ফতুল্লা), তানভীর রহমান জয় (ফতুল্লা), মারুফ (ফতুল্লা), সৌরভ (ফতুল্লা), মো. রাহাত (ফতুল্লা), মো. মিঠু (ফতুল্লা), শরিফ (ফতুল্লা), শরীফ মাহমুদ (সিদ্ধিরগঞ্জ), আদনান সামি (সিদ্ধিরগঞ্জ), আব্দুল্লাহ (সিদ্ধিরগঞ্জ), অয়ন (সোনারগাঁ), শাফিন (সোনারগাঁ), মুরাদ মাহফিজ (সোনারগাঁ), ইসমাইল (সোনারগাঁ), রাজ (সোনারগাঁ), জয় (সোনারগাঁ), মামুন (সোনারগাঁ), মো. মেহেদী (ফতুল্লা), পাপ্পু (ফতুল্লা), তাসনিম রাতুল (সিদ্ধিরগঞ্জ), আশরাফুল ইসলাম (সিদ্ধিরগঞ্জ), ফাতিম ইরফান উৎসব (সিদ্ধিরগঞ্জ) এবং ফাহিম হাবিব উদয় (সিদ্ধিরগঞ্জ)।

সর্বশেষ

জনপ্রিয়