০৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বসবাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই: মাওলানা জব্বার

বসবাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই: মাওলানা জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তবে, আগামী নির্বাচনকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হলেও এখনই কোনো প্রার্থী ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন জামায়াতের নেতারা।

আব্দুল জব্বার বলেন, “নারায়ণগঞ্জে অনেকগুলো সমস্যার পাশাপাশি অঢেল সম্ভাবনা রয়েছে। সেই সমস্যাগুলোর সমাধান করে এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগানো গেলে আমরা একটি আদর্শিক, উন্নয়ন ও সমৃদ্ধির নারায়ণগঞ্জ হিসেবে রূপান্তরিত করতে পারব। সেই প্রত্যাশাকে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে তুলে ধরতে আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে৷”

তিনি আরও বলেন, “আমাদের নারায়ণগঞ্জ সন্ত্রাস ও নৈরাজ্যের অন্যতম এলাকা হিসেবে চিহ্নিত ছিল। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বিজয়ের প্রত্যাশা নিয়ে সবাই মিলে ভাঙ্গা রাষ্ট্রকে মেরামতের মাধ্যমে প্রত্যাশিত বসবাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।”

"যারা ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটাবে বা পালিয়ে যাওয়া ফ্যাসিজম ফিরে নিয়ে আসার অপচেষ্টা করবে তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। ন্যূনতম সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি উঠেছে। আমরাও স্পষ্ট বলতে চাই বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তি নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে”, যোগ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, জনসভা থেকে নারায়ণগঞ্জের আসনগুলোর জন্য কোনো দলীয় প্রার্থী ঘোষণা করা হবে না। তবে জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে ৩০০ আসনে প্রার্থীদের নিয়ে কাজ করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ড. ইকবাল হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সাধারণ সম্পাদক এইচএম নাসিরউদ্দিন।

সর্বশেষ

জনপ্রিয়