ভোটের অধিকার আদায়ের লড়াই চলবে: মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও তাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেননি। তিনি আরও বলেন, "আমরা ১৫ বছর ধরে জনগণের ভোটের অধিকার আদায়ের লড়াই করছি এবং এই আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন।"
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জে ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, "যে ভোটের অধিকার আদায়ের জন্য এত জীবন দেওয়া হয়েছে, সে ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মানুষের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের ভোটের অধিকার এবং আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে।"
তিনি আরও বলেন, "এই সরকারকে অবশ্যই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সবাই সতর্ক থাকবেন।"
মামুন মাহমুদ আরো বলেন, "আমাদের নেতা তারেক রহমান এক ভিন্ন প্রেক্ষাপটে এই কমিটি দিয়েছেন। আমাদের সবার দায়িত্ব হলো দলকে শক্তিশালী করা। জেলা বিএনপির হাত শক্তিশালী করতে আমরা ফতুল্লা থানা বিএনপির সাথে কাজ করতে চাই।"
পরে, ফতুল্লা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন: ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হানিফ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আনিছ মিয়া, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সুমন আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল শাখার সভাপতি বাবুল আহম্মেদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার প্রমুখ।