০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

গণঅধিকার পরিষদ

জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় সমাবেশে গণঅধিকার পরিষদ জেলা সভাপতি মো. নাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মহানগর সভাপতি আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আমিন রাহুল, জেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, মহানগর সাংগঠনিক সম্পাদক রাকিব মাহমুদ কালাম, এবং কাউসার আহমেদ শিমুল, ওমর ফারুক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ২৪ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে হত্যার ঘটনার বিচার এখনও হয়নি। তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, "বর্তমান সরকার কেন এই হত্যাকারীদের বিচারের আওতায় আনছে না?" বক্তারা আরো বলেন, "ফ্যাসিস্ট সরকারের এই কর্মকাণ্ডের ফলে ছাত্র-জনতার গণআন্দোলনে তারা টিকে থাকতে পারেনি, কিন্তু আজও হত্যাকারীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।"

বিক্ষোভকারীরা দাবি করেন, বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে এই ঘটনার বিচার হওয়া উচিত। তারা বলেন, "এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা বারবার রাজপথে বিচার দাবি জানিয়ে যাবো।"

সমাবেশ শেষে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ অপরাধীদের দ্রæত গ্রেপ্তার ও বিচার করার দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। 

সর্বশেষ

জনপ্রিয়