আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে শহরের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বাস টার্মিনালের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ডিআইটি মহানগর বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “গত ১৬-১৭ বছর ধরে আওয়ামী লীগ ভারতের ইশারায় দেশ পরিচালনা করে এসেছে। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ মুক্ত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এখনো তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যরা দেশ ছেড়ে পালিয়েছে। যারা জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না, তারাই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। শেখ হাসিনার হাতে ২ হাজার ছাত্র-জনতার রক্ত লেগে আছে। এ রক্তের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।