আওয়ামী লীগ এখন রাজপথ ছেড়ে গ্যারেজের ভেতরে: রানা
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা বলেছেন, "আওয়ামী লীগ এখন জনগণের বিচ্ছিন্ন একটি ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে। তারা ভুয়া কর্মসূচি ঘোষণা দিয়ে মাঠে নামানোর চেষ্টা করলেও বাস্তবে রাজপথ ছেড়ে গ্যারেজের ভেতরে লিফলেট বিতরণ করছে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এখন ফেসবুকে ভাইরাল হওয়া তাদের নতুন উৎসব হয়ে দাঁড়িয়েছে।"
তিনি আরও বলেন, "বিগত ১৭ বছর ধরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আওয়ামী সরকারের দমন-পীড়নের শিকার হয়ে ঘরে থাকতে পারেনি। পুলিশের হয়রানিতে পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটিয়েছে। কিন্তু এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরবন্দি হয়ে পড়েছে, আর তাদের নেত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন তাদের ঘর থেকে বের করে আনতে।"
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গোগনগর ব্রিজের সামনে গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবক খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।