০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫

 ‘ছেছড়া লীগ’ মাঠে নেই, অনলাইনে সক্রিয়: আশা

 ‘ছেছড়া লীগ’ মাঠে নেই, অনলাইনে সক্রিয়: আশা

নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে মহানগর খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির কার্যালয়ের পাশে পুরাতন জিমখানায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

সভাপতির বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, আওয়ামী লীগ একটি আজব দল, তারা একবার ক্ষমতায় গেলে তাদের নামানো কঠিন হয়ে যায়। তিনি ছাত্রলীগকে ‘ছেছড়া লীগ’ উল্লেখ করে বলেন, তারা মাঠে নেই, শুধু অনলাইনে সক্রিয়।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার আমাদের বার্তা দিচ্ছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না বা বুঝেও না বোঝার ভান করছি। যারা বিএনপি করেন, তারা এখনও ত্যাগ স্বীকার করছেন, অথচ কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করছে।

আশা বলেন, শেখ হাসিনা একসময় বলেছিলেন, যদি তিনি ক্ষমতা ছাড়েন, তবে বিএনপি-জামায়াত ৪-৫ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং বিএনপি উদার মনোভাব দেখিয়েছে, যা ভুল ছিল।

তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, আপনারা যদি আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখে থাকেন, তবে বিএনপির নেতাকর্মীরা দেশের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বহু প্রাণ হারিয়েছে, সেই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ডা. আরিফুর রহমান মোল্লা, নিউইয়র্ক বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রবিউল আলম রুহীন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল আহমেদ, ফারুক আহমেদ, হাবিবা চৌধুরী বিথী প্রমুখ।

এ সময় খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের সভাপতি হিসেবে জাহাঙ্গীর বেপারী এবং সাধারণ সম্পাদক হিসেবে নাছির হোসেনের নেতৃত্বে ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়