০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৬, ২১ জানুয়ারি ২০২৫

মহানগর কৃষকদলের দোয়া ও মিলাদ

মহানগর কৃষকদলের দোয়া ও মিলাদ

বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের আয়োজনে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এই মাহফিল আয়োজন করা হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে, যাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করা হয়।

মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. নূর হানিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মো. সেলিম খান, শেখ ছালেহ আহম্মেদ রনি, মশিউর রহমান চৌধুরী মশু, রাজু আহম্মেদ, বন্দর থানা কৃষক দলের আহ্বায়ক জিয়াউর রহমান লিটন, সদস্য সচিব হাসিব হোসেন শান্ত, বন্দর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফারুখ মিয়া, সদস্য সচিব সেলিম মাহমুদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

মাহফিল শেষে মাওলানা আবু হানিফ আশ্রাফী দোয়া পরিচালনা করেন।

এসময় বক্তব্য রাখতে গিয়ে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. নূর হানিফ বলেন, "জাকির খান ম্যাসেজ দিয়েছেন যে, তিনি সমস্ত মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে বিএনপিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন।"

মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান বলেন, "আগামী দিন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি হিসেবে জাকির খানকে দেখতে চাই, কারণ তিনি নেতাকর্মীদের কাছে ভরসার স্থল।"

এছাড়া, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন বলেন, "বেগম খালেদা জিয়া আমাদের পরিক্ষীত নেত্রী। তিনি আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমরা শহীদ জিয়ার আদর্শে দলকে শক্তিশালী করতে চাই তারেক রহমানের নেতৃত্বে।"

এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়