০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৯, ১৯ জানুয়ারি ২০২৫

জুলাই গণহত্যার বিচার সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তি: রিচার্ড

জুলাই গণহত্যার বিচার সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তি: রিচার্ড

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে রবিবার সকালে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণসহ ৩১ জানুয়ারির ছাত্র সমাবেশ ও র‍্যালি সফল করার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। তিনি বলেন, "জুলাই গণহত্যার বিচার কেবল একটি নৈতিক দায়িত্ব নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তি। শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আগামী ৩১ জানুয়ারির সমাবেশ ছাত্রদের ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের মাইলফলক হবে।"

সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, "আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন আজও হয়নি। শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সরকার এ ব্যাপারে কার্যকর ভূমিকা না নিলে আমাদের সংগ্রাম আরও তীব্র হবে।"

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন: সহ-সভাপতি সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদ মুক্ত শেখ, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা
নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ: আবিদ রহমান, আব্দুল আহাদ, ইসরাত জাহান মীম, তাহমিদ আনোয়ার, জয়ন্ত সরকার, অন্যান্য শাখার সংগঠক ও সদস্য: রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা, সিয়াম হোসেন তপু, মাহাদি হাসান, স্বপ্নীল শোভন, অনামিকা চৌধুরী, আরাফ হোসাইন।

সভায় বক্তারা ৩১ জানুয়ারির ছাত্র সমাবেশ ও র‍্যালিকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা জানান, আন্দোলনের দাবি বাস্তবায়নে সরকারের ব্যর্থতা তাদের অভ্যুত্থানের বিপক্ষের শক্তি হিসেবে চিহ্নিত করবে।

সর্বশেষ

জনপ্রিয়