যারা বলে ‘খেলা হবে’, তারা আজ কোথায়: মাওলানা জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ আসর শহরের ইসদাইর এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, "নারায়ণগঞ্জের মাটিতে ফাঁকা বুলি বহু দিয়েছেন, যারা বলে ‘খেলা হবে’, তারা আজ কোথায়? জনগণ নারায়ণগঞ্জের মাটিতে আর কোন খেলা হতে দিবেনা।"
সভায় মাওলানা আবদুল জব্বার আরও বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করতে চায়। সেই লক্ষ্যেই আমাদের কাজ চলছে।" তিনি কর্মীদের উদ্দেশে বলেন, "আগামীর নির্বাচনে ন্যায়পরায়ণ, আল্লাহভীরু, দক্ষ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সাংগঠনিক আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, এবং কর্ম পরিষদের সদস্য সাঈদ তালুকদার প্রমুখ।
সভায় ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের মহা সমাবেশকে সফল করার আহ্বান জানানো হয়।