শীতার্তদের মাঝে সিপিবির কম্বল বিতরণ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে খেটে খাওয়া গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় জেলা সিপিবি'র সভাপতির ব্যক্তিগত কার্যালয় থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় সিপিবি'র জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তীর নেতৃত্বে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও সিপিবি'র জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আ. হাই শরীফ, শাহানারা বেগম, ইকবাল হোসেন, সুজয় রায় চৌধুরী বিকু, এম এ শাহীন, কৃষ্ণা ঘোষ, সুবহান উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, "প্রকৃতির অমোঘ নিয়মেই ঋতুর পালাবদল ঘটে। প্রকৃতির আচরণ মানুষের অসহায়ত্বকে আরও প্রকট করে তোলে। প্রচণ্ড শীতেও অনেক অসহায় মানুষকে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হয়। ছিন্নমূল অসহায় মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত মোকাবিলার চেষ্টা চালায়।"
তারা আরও বলেন, "এমতাবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিবেকবান সকল মানুষের নৈতিক দায়িত্ব। শীতকালে সমাজের পিছিয়ে পড়া গরীব অসহায় মানুষ গুলো গরম কাপড়ের অভাবে থাকে। শীতবস্ত্র সংগ্রহ করতে পারেনা। শীতের প্রকোপে কাতর হয়ে পড়লে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠে।"
এ সময় তারা সমাজের বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সিপিবি নেতৃবৃন্দ বলেন, "শ্রমিক শ্রেণীর পার্টি সিপিবি সব সময় জনগণের পাশে থাকে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।"