ওসমান পরিবারসহ তাদের সুবিধাভোগীদের বিচারের আওতায় আনার দাবি
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেছেন, নারায়ণগঞ্জের শামীম ওসমান, তার পরিবার ও তাদের সুবিধাভোগীদের বিচারের আওতায় আনা উচিত। তিনি বলেন, "এ নারায়ণগঞ্জে শামীম ওসমান কী জুলুম-অত্যাচার চালিয়েছে তা সবাই দেখেছেন। শামীম ওসমান ও তার পরিবারসহ তাদের যত সুবিধাভোগী আছে, তাদের সকলকে বিচারের আওতায় আনার জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন।"
তিনি আরও বলেন, "এ আওয়ামী লীগকে আর কোনো দিন ফেরত আসতে দিবো কিনা, বিচারিক প্রক্রিয়া কমপ্লিট করতে দিবো কিনা, সে বিষয়ে আমাদের ঐকমত্য থাকতে হবে।"
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রচারণা ও লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি করেন তিনি।
শামীম ওসমান ও সরকারের সমালোচনা করে সামান্থা শারমিন বলেন, "নারায়ণগঞ্জ একসময় বাংলাদেশকে নতুন আশা দেখিয়েছিল, কিন্তু অভ্যুত্থানের পর নানা পক্ষ এসব আমাদের ভুলিয়ে দেবার চেষ্টা করছে। এক দফা দাবি কোন ব্যানারের নেতৃত্বে কারা উচ্চারিত করেছিল, তা বিকৃত করা হচ্ছে।" তিনি তরুণদেরকে একত্রিত হয়ে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, "তরুণরা যে প্রতিরোধ গড়েছিল তা মুক্তিযুদ্ধের প্রতিরোধের একটি ধারাবাহিকতা। একাত্তরের মুক্তিযুদ্ধকে একটি দল তাদের করাল গ্রাসে নিয়ে গিয়েছিল, কিন্তু তরুণরা সেই মুক্তিযুদ্ধকে চব্বিশের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে কৃষক-শ্রমিক-জনতার মধ্যে।"
জাতীয় নাগরিক কমিটির এই মুখপাত্র বলেন, "আমাদের সংবিধান নতুন করে রচনা করতে হবে। মুজিববাদকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। মুজিববাদ দিয়ে তরুণদের দীর্ঘদিন কনফিউজ করা হয়েছে, আমরা আর কনফিউজ না। চব্বিশের তরুণরা দেখিয়েছে তারা কী করতে পারে।"
তিনি আরো বলেন, "ঘোষণাপত্রে আমাদের সংগ্রামের ধারাবাহিকতার উল্লেখ থাকতে হবে। আমরা কেন মাঠে নামতে বাধ্য হয়েছিলাম, তা উল্লেখ থাকতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া কোনো যৌক্তিক নির্বাচন এ মুহূর্তে বাংলাদেশে নাই। এ ঘোষণাপত্রে তরুণদের আকাঙ্খার উল্লেখ থাকতে হবে। সংগ্রামী ছাত্র-জনতা সবাই ঘোষণাপত্রের বিষয়ে আপোসহীন থাকবেন। লড়াই এখনও শেষ হয়নি।"
এ সময় আরও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ-মুখপাত্র আরেফিন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তামিম আহমেদ প্রমুখ।