যানজটমুক্ত শহরের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ
নারায়ণগঞ্জে যানজটমুক্ত শহরের দাবিতে সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব এবং পরিচালনা করেন নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার।
বক্তারা বলেন, বিগত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অসহনীয় যানজট দেখা দিচ্ছে। এর প্রধান কারণ হিসেবে তারা ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনা, যত্রতত্র পার্কিং এবং রাস্তার ওপর দোকান বসানো, নির্দিষ্ট বাসস্টপেজে যাত্রী ওঠানামার ব্যবস্থা না থাকা, ট্রাফিক আইন অমান্য করাকে উল্লেখ করেন।
তারা দাবি করেন, সেনাবাহিনীর সহায়তায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জরুরি ভিত্তিতে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্য নিয়ামুর রশীদ বিপ্লব বলেন, রাস্তায় ফুটপাত দখল, ময়লার গাড়ি যত্রতত্র রাখা, এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি শহরের যানজট পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অপ্রশস্ত রাস্তা, এবং গণপরিবহনের অব্যবস্থাপনা এ সমস্যাকে বাড়িয়ে তুলছে।
তিনি জানান, যানজটের কারণে শহরের বায়ু দূষণ আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন: জেলা কমিটির ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. বকুল মিয়া, মহানগর কমিটির প্রচার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, গার্মেন্ট শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।