সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান ওরুফে মতি (৫৫) এবং তার ছেলে মশিউর রহমানকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত দুইটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক। তিনি জানান, ঢাকায়ও তাদের বিরুদ্ধে মামলা থাকায় সেখানের আদালতে তাদের পাঠানো হবে।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওইসব মামলাতেও তাদের গ্রেপ্তার দেখানো হবে।
মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। স্থানীয়ভাবে প্রভাবশালী এ কাউন্সিলর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় কারাভোগও করেন মতিউর। তার স্ত্রী রোকেয়া রহমানও দুদকের মামলার আসামি।
তবে, মতিউরের ছেলে গ্রেপ্তার মশিউর রহমান রাজনীতির সাথে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
মতিউরের স্ত্রী রোকেয়া রহমান বলেন, তার ছেলে মালয়েশিয়াতে এমবিএ পড়ছেন। গত বছরের এপ্রিয়ে বিয়ে করেন তিনি। বিয়ের কারণে দেশে আসেন এবং স্ত্রীকে নিয়ে আবার মালয়েশিয়াতে ফেরার কথা ছিল মশিউরের।
“বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন মামলায় বাবার সাথে ছেলেকেও আসামি করা হয়েছে। সে এইসব ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না”, বলেন রোকেয়া।