বিএনপি জনগণের পাশে রয়েছে: সাখাওয়াত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ১৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্থানীয় জনগণ ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, "রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি সাধারণ জনগণের পাশে রয়েছে এবং এই উদ্যোগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, "এই লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছি। এটি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। তারা জনগণের সমর্থনে বিএনপির কর্মসূচি সফল করার আহ্বান জানান।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন: মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, আক্তার হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন শেখ, সদর থানা কৃষক দলের আহ্বায়ক রানা মুন্সী।
এছাড়াও ১৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।