ত্বকী হত্যার বিচার নারায়ণগঞ্জে হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জের উন্নয়ন এবং প্রশাসনের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। তিনি শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ‘আমার নারায়ণগঞ্জ’ নাগরিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে বলেন, “নারায়ণগঞ্জের বর্তমান শ্রেণীকরণ বি ক্যাটাগরি হওয়া উচিত নয়, বরং এটি এ ক্যাটাগরি হওয়ার যোগ্য। তবে কিছু নেতার অদক্ষতার কারণে বর্তমানে এটি বি ক্যাটাগরিতে রয়েছে, অথচ মুন্সিগঞ্জের মতো ছোট জেলা বি ক্যাটাগরি।"
তিনি আরও বলেন, “সারা বাংলাদেশে ১০টি সিটি করপোরেশন রয়েছে, এর মধ্যে গাজীপুর এবং নারায়ণগঞ্জ বাদে সকল সিটি করপোরেশন এ ক্যাটাগরিতে রয়েছে। আমাদের লক্ষ্য নারায়ণগঞ্জকেও এ ক্যাটাগরিতে উত্তীর্ণ করা, এবং সেই জন্য আন্দোলন করতে হবে।”
এ সময় সাখাওয়াত হোসেন খান দাবি করেন, "নারায়ণগঞ্জে যারা প্রশাসনে আসে তারা বেশিরভাগই মধু খাওয়ার জন্য আসে, এবং তারপর চলে যায়। তারা নারায়ণগঞ্জের জন্য কখনো শক্তিশালী নেতৃত্ব তৈরি করেনি। তাদের বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে। নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে মুক্তির জন্য প্রশাসনকে সক্রিয় করতে হবে।"
তিনি আরো বলেন, “নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ী ও চাকরিজীবী ঢাকায় বাস করেন, কারণ এখানে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। নারায়ণগঞ্জে যদি ভালো শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করা যায়, তবে নারায়ণগঞ্জের উন্নতি সম্ভব।”
এড. সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “আমরা এখন নারায়ণগঞ্জের ৩৫টি হত্যাকাণ্ডের বিচার চাই। ত্বকী হত্যার বিচারও নারায়ণগঞ্জে হবে, ইনশাল্লাহ। রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ, যারা সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত, তাদের কোনোভাবেই নমিনেশন দেওয়া উচিত নয়। আমরা আগামী নির্বাচনে তাদের বয়কট করবো।”
তিনি শেষ করেন, "আমাদের সকল উদ্যোগে বিএনপি সবসময় পাশে থাকবে এবং আমরা নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ, উন্নত এবং সন্ত্রাসমুক্ত করতে একত্রিত হয়ে কাজ করবো।"
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপুর সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন 'আমার নারায়ণগঞ্জ' সংগঠনের আহবায়ক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান।
আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, বিকেএমইএ'র সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা ফজলুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, মহানগর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, নারী নেত্রী পপি রানী সরকার নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।