সবার আগে আমাদের ভালো হতে হবে: মাওলানা মঈনুদ্দিন
সবার আগে আমাদের ভালো হতে হবে, তাহলে নারায়ণগঞ্জ ভালো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সপ্তম তলায় ‘আমার নারায়ণগঞ্জ’ নামে একটি নতুন নাগরিক সংগঠনের আয়োজনে ‘কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে নারায়ণগঞ্জের শীর্ষ ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাওলানা মঈনুদ্দিন বলেন, "সবার আগে আমাদের ভালো হতে হবে, তাহলে নারায়ণগঞ্জ ভালো হবে।" তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের কোনো প্রতিষ্ঠানে গেলে প্রথমে ঘুস দিতে হয়। যদি কোনো লোক টাকা তুলতে আসে, তাকে জোর দিয়ে প্রশ্ন করা হয়, ‘আপনি টাকা দিয়েছেন?’ দেখুন, টাকা ছাড়া কিছুই পাস হয় না, মিথ্যা বলার তো কোনো মানে নেই।”
তিনি যানজট মুক্ত করার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “আমাদের দেশে যদি আল্লাহর আইনে চলে, তবে সব কিছু ঠিক হয়ে যাবে।”
গোলটেবিল বৈঠকের সঞ্চালনায় ছিলেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, এবং সভাপতিত্ব করেন ‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠনের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান।
এছাড়া, বৈঠকে বক্তৃতা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, বিকেএমইএ'র সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা ফজলুল হক, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, নারী নেত্রী পপি রানী সরকার, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনাসহ অন্যান্য নেতৃবৃন্দ।