সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজি চলছে: মুফতী মাসুম বিল্লাহ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সম্মেলন অনুষ্ঠিত হয়। থানার সভাপতি মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. আবরারুল করিমের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ।
তিনি বলেন, "৫ আগস্ট পর্যন্ত আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি একটি বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। কিন্তু আজও সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির মতো ঘটনা চলছে, যা আমরা হতে দিতে পারি না। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ নির্বাচনে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।"
প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, "ইসলামী ছাত্র আন্দোলন নীতি ও আদর্শের ভিত্তিতে কাজ করে ছাত্রদের আদর্শিকভাবে গড়ে তুলতে জেনারেল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করছে। আমাদের লক্ষ্য কল্যাণময় ও কিশোর গ্যাংমুক্ত সমাজ প্রতিষ্ঠা। আজ ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করছি।"
সম্মেলনে ২০২৫ সেশনের সভাপতি, সহ-সভাপতি, এবং সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মুহা. বিল্লাল হোসেন, দ্বীনি সংগঠন সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আলহাজ্ব শামসুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা নাসির উদ্দীন, জাতীয় শিক্ষক ফোরাম সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি হাফেজ ইয়াসিন আরাফাত।
সভাপতি মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। সেই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নেতৃত্ব দিয়েছেন। আমাদের সাহসিকতা পাঠ্যপুস্তকে স্থান না পাওয়ায় আমরা গভীর আপত্তি জানাই।"
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহ-সভাপতি মো. আমির হামজা, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক জুবায়ের বিন হাসমতসহ ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ।