০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৭, ১০ জানুয়ারি ২০২৫

৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র মজলিসের সমাবেশ

৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র মজলিসের সমাবেশ

ইসলামী ছাত্র মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে নগরীর আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহ্ নেওয়াজ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

মুহাম্মদ রায়হান আলী তার বক্তব্যে বলেন, "ইসলামী ছাত্র মজলিসের লক্ষ্য হলো আল্লাহ ও রাসূলের নির্দেশ মেনে কোরআন অনুযায়ী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে পরকালের মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল উদ্দেশ্য।"

তিনি আরও বলেন, "ইসলামী ছাত্র মজলিস অতীতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে এবং সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করব ইনশাআল্লাহ।"

বিশেষ অতিথি খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন তার বক্তব্যে বলেন, "বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন নতুন নয়। নবী-রাসূলগণ প্রথম বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন। তবে রাজনীতিবিদদের সঙ্গে নবীদের পার্থক্য হলো, নবী-রাসূলগণ পবিত্র ও পরিশুদ্ধ।"

সমাবেশে আরও বক্তব্য দেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ,  সরকারি তিতুমীর কলেজের  সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সালেহ আহমদ, সরকারি তোলারাম কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ আলম, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, জেলা ছাত্র মজলিস সেক্রেটারি ফজলে রাব্বী, ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক আবুল হাশিম।

সর্বশেষ

জনপ্রিয়