মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবে বিএনপি: গিয়াসউদ্দিন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কর্তব্য হলো মানুষের প্রত্যাশা পূরণ করা এবং তাদের পাশে দাঁড়িয়ে সেবা করা। তিনি বলেন, "আমরা প্রতিশ্রুতি দিতে পারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আপোষহীন নেতৃত্বে, এবং প্রিয় নেতা তারেক রহমান'র দিক-নির্দেশনায় আমরা দেশের কল্যাণে কাজ করে যাবো।"
তিনি আরও বলেন, "দেশের মানুষ যা চায়, যা তাদের প্রত্যাশা, তা পূরণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্বৈরাচার যে ধ্বংসস্তুপ রেখে গেছে, আমরা সেই অবস্থা থেকে দেশকে গড়ে তুলবো, উন্নয়ন করবো এবং মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করবো।"
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূইয়াপাড়া এলাকায় মরহুম গোলাপ প্রধান স্মৃতি স্মরণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন। তিনি তার বক্তব্যে আরও বলেন, "আল্লাহ আমাদেরকে দেশের মানুষের সেবা করার সুযোগ দিলে, স্বৈরাচারী শাসনযন্ত্রের সমস্ত অন্যায় বন্ধ করে আমরা জনগণের কল্যাণে কাজ করবো।"
গিয়াসউদ্দিন বলেন, "আজকে সবাই শেখ হাসিনাকে নিন্দা করছে কারণ সে স্বৈরশাসন এবং দেশে লুটপাট চালিয়েছে। নিজের বোনকে নিয়ে সে পালিয়েছে, তার গ্রামেও কর্মীরা পালিয়ে আছে। এমন জঘন্য ইতিহাস পৃথিবীর আর কোথাও নাই। শেখ হাসিনার পরিবার আজ চিহ্নিত চোর, ডাকাত এবং লুটেরা হিসেবে পরিচিত।"
নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, "জনগণের আশা-আকাঙ্খা ব্যাহত হয় এমন কোনো কাজে যেন লিপ্ত না হই। আমরা যেন জনগণের সুখ-দুঃখের সাথী হই এবং ঘরে ঘরে গিয়ে মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পারি।"
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, মহানগর শ্রমিকদলের আহবায়ক এস,এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মন্টু, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিস সিকদার, এবং আরও অনেক নেতা-কর্মী।