বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকার আহ্বান মাওলানা জব্বারের
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সদর দক্ষিণ সাংগঠনিক থানার উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের স্বাধীনতা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, "উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সচেতন প্রতিটি নাগরিকের উচিত এ দুর্যোগ মোকাবিলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।"
বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা জব্বার আরও বলেন, "সমাজের বিত্তবানরা যেন তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্তদের সাহায্যে এগিয়ে আসেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সবাই মিলে মিশে গড়ে তুলতে চাই।"
তিনি চাঁদাবাজির বিষয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, "কিছু কিছু জায়গায় নতুন করে চাঁদাবাজির ঘটনা ঘটছে। যারা এ ধরনের চিন্তা করছেন, তারা সতর্ক হয়ে যান।"
এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ মহানগরী সদর সাংগঠনিক দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান (টিটু), সেক্রেটারি আলী আহম্মদ, পরিকল্পনা, আইন ও প্রচার সম্পাদক মনির হোসাইন মোল্লা, যুব ও সমাজকল্যাণ সম্পাদক আকতার হোসাইন, বাইতুল মাল সম্পাদক মাসুদ উল ইসলাম, গোগনগর উত্তর সভাপতি শিপলু হাসানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।