জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের পূর্ব থানা শাখার উদ্যোগে শতাধিক শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে জামতলা ঈদগাহ মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর, মহানগর শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান। সভা পরিচালনা করেন থানা সেক্রেটারি হাফেজ মাওলানা কামরুল হোসাইন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল কাইয়ুম।বিশেষ অতিথি ছিলেন মহানগর শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ পূর্ব থানা তদারককারী জনাব মো. সাঈদ
তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, "জামায়াতে ইসলামী জনকল্যাণ ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আমরা দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। আপনাদের সহযোগিতা ও দোয়া চাই।"
বিশেষ অতিথি মো. সাঈদ তালুকদার বলেন, "মানুষের দুঃখ-কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সর্বদা জনকল্যাণে নিয়োজিত।"
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, "ইসলামের সরকার প্রতিষ্ঠিত হলে দরিদ্রদের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।"
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পূর্ব থানা সহ-সেক্রেটারি নজরুল ইসলাম, আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন সভার সভাপতি মাওলানা হাবিবুর রহমান।