০৮ জানুয়ারি ২০২৫

প্রকাশিত: ২০:২৬, ৭ জানুয়ারি ২০২৫

৩১ দফা দাবী বাস্তবায়নে লিফলেট বিতরণ

৩১ দফা দাবী বাস্তবায়নে লিফলেট বিতরণ

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সদর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি মালীক মুত্তাকীর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সদর থানার আওতাধীন ১১, ১২, ১৩ নং ওয়ার্ডের তল্লা, খানপুর, ডনচেম্বার, আমলাপাড়া, কালীবাজারে এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন সিয়াম, ছাত্রবিষয়ক সম্পাদক শেখ সাদী, শিক্ষা সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল হুদা মেহেদী , দপ্তর সম্পাদক মো. সাব্বির, ১১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা নিবির, আদর, ইমন, ইকবাল, সোহাগ, ইয়াসিন প্রমুখ।

লিফলেট বিতরণকালে মালীক মুত্তাকী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।


 

সর্বশেষ

জনপ্রিয়