আড়াইহাজারে সিপিবির শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় আড়াইহাজার থানার পাঁচরুখি এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সিপিবি জেলা কমিটির সদস্য লোকনাথ বর্মণ, এম এ শাহীন এবং আড়াইহাজার থানা কমিটির সদস্য দিন-দুনিয়া ও হারিছ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, শীতকালে দরিদ্র ও অসহায় মানুষ গরম কাপড়ের অভাবে শীতের প্রকোপে কষ্টে দিন কাটায়। তাঁদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রকাশ করার প্রধান দায়িত্ব সরকারের। কিন্তু স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছে, তারা কখনোই গরিব মানুষের পাশে দাঁড়ায়নি।
নেতারা আরও বলেন, ধনীক শ্রেণীর রাজনীতির বিপরীতে শ্রমিক মেহনতি মানুষের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি (সিপিবি) সবসময় তাদের পাশে থেকেছে। সিপিবি শ্রমিক শ্রেণীর সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং এর মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নত করা সম্ভব হবে।
নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জ জেলা সিপিবি ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। একজন অসহায় মানুষকে সামান্য সহায়তা দিয়ে তাঁর জীবনে পরিবর্তন আনা সম্ভব। সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে থাকার।