০৮ জানুয়ারি ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯:২৪, ৬ জানুয়ারি ২০২৫

নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ছাড়া মাদক-অপসংস্কৃতি বন্ধ সম্ভব নয়

নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ছাড়া মাদক-অপসংস্কৃতি বন্ধ সম্ভব নয়

বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে "মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবায় সামাজিক অবক্ষয় থেকে উত্তরণ" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় বক্তাবলী আমজাদ কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। 

সেমিনারের সভাপতিত্ব করেন আলীর টেক মাদরাসার মুহতামিম হাফেজ আতাউল হক। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মাদ গিয়াস উদ্দীন, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মুহা. শরীফুল ইসলাম, গাজীপুরের বাসন থানার এস.আই আজিজুল হক, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি মুফতি মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, “নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ব্যতীত মাদক এবং অপসংস্কৃতি বন্ধ করা সম্ভব নয়। আজকের দিনে অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা সঙ্গ দোষের কারণে মাদকাসক্ত হচ্ছে, এবং অপ্রয়োজনীয় মোবাইল-ইন্টারনেট ব্যবহারের ফলে অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। আমাদের সন্তানদের এসব থেকে দূরে রাখতে হবে এবং তাদেরকে সঠিক নৈতিক শিক্ষা দিতে হবে।”

সেমিনারে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল কাদির, মাওলানা আবু তাহের জিহাদী, মুফতি নূরুল আমীন কাসেমী, মাওলানা হানজালা পীরজাদা বাহাদুরপুর, মুফতী যাকারিয়া মাহমুদ, মুফতী মাহমুদ হাসান কাসেমীসহ অন্যান্য উলামায়ে কেরাম।

সর্বশেষ

জনপ্রিয়