সমাজ ভালো হলে দেশ ভালো হবে: গিয়াসউদ্দিন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সাবেক নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, "সমাজ ভালো হলে দেশ ভালো হবে। আমরা রাজনীতিবিদরা যদি ভালো কাজ করি, তাহলে সমাজও ভালো হয়ে যাবে।" তিনি আরও বলেন, "৫ আগস্টের আগে সরকার গ্রামে সহজ-সরল মানুষের ন্যায় বিচার দিতে পারেনি। স্বৈরাচারী সরকার গ্রামে ন্যায় বিচার ধ্বংস করেছে, যার ফলে মানুষ বর্তমানে অসহায়। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে ঘুষ এবং দুর্নীতি বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জের সুনাম ফিরিয়ে আনতে হলে রাজনীতিবিদসহ সকল মহলের ভালো কাজ প্রয়োজন।"
রোববার (৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৪নং ওয়ার্ডের আটি এলাকায় নারায়ণগঞ্জ তরুণ দলের আয়োজনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ তরুণ দলকে অভিনন্দন জানিয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিন আরও বলেন, "সমাজে অসহায় মানুষের পাশে যদি প্রতিটি বিত্তবান ব্যক্তি এগিয়ে আসে, তাহলে গরীব এবং অসহায় মানুষের কিছুটা হলেও দুঃখ কমবে।"
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নাসিক-৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জিএম সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, নাসিক-৪নং বিএনপির সাধারণ সম্পাদক মো. আয়ুব আলী মুন্সী, এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাগর প্রধানসহ আরো অনেকেই।