সদর থানা শ্রমিক দলের শীতবস্ত্র বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করে। রোববার (৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় সদর থানা শ্রমিকদল উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সদর থানা শ্রমিকদলের আহ্বায়ক অলক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, এবং মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষ আশা করেছিল দ্রুত নির্বাচন হবে, কিন্তু তারা সংস্কারের নামে কালক্ষেপণ করছে। আমরা বলছি, এই সংস্কার বিএনপি অনেক আগে থেকেই শুরু করেছে। প্রথম সংস্কার শুরু করেছিলেন জিয়াউর রহমান, দ্বিতীয় সংস্কার বেগম খালেদা জিয়া, এবং তৃতীয় সংস্কার শুরু করেছেন ২০২৩ সালে তারেক রহমান, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে, যা বাংলার ২০ কোটি মানুষের স্বার্থ সংরক্ষণ করে।”
এ সময় বক্তারা আরও বলেন, “আওয়ামী লীগ এমন অপকর্ম করেছে যে, শেখ হাসিনা ও তার মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা আশা করি, নারায়ণগঞ্জসহ দেশের কোথাও কোনো রাজনৈতিক দল এমন কাজ করবে না যে, তাদের পালিয়ে যেতে হবে। আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের সুখে-দুঃখে থাকতে চাই, এবং তাদের জন্য জীবন বাজি রেখে কাজ করতে চাই।”
এছাড়া, বক্তারা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর থানা শ্রমিকদলের সদস্য সচিব কামাল মোল্লা, এস.এম. আসলাম, ফারুক হোসেন, মো. সেলিম, আক্তার হোসেন প্রমুখ।