সহিদুল্লাহ চৌধুরী’র মৃত্যুতে জেলা সিপিবির শোক সভা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র উপদেষ্টা ও সাবেক সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা এবং বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী'র মৃত্যুতে শোক সভা করেছে সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটি।
শুরুতেই প্রয়াত কমরেড সহিদুল্লাহ চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। রবিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু সড়কের সিটি দোয়েল প্লাজার ৫ম তলায় সিপিবি'র জেলা কার্যালয়ে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবি'র সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন: জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি আ. হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
নেতৃবৃন্দ শোক ও শ্রদ্ধা জানিয়ে বলেন, "কমরেড সহিদুল্লাহ চৌধুরী এ দেশের শ্রমিক-মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের একজন লড়াকু সৈনিক। আজীবন শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। বিশেষ করে দেশের পাটকল শ্রমিকদের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।"
তাঁরা আরও বলেন, "তিনি একজন সাধারণ পাটকল শ্রমিক থেকে নেতা হয়েছেন এবং কমিউনিস্ট পার্টি'র সভাপতির দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জাতীয় নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। অত্যন্ত সৎ, নীতিবান এবং নির্লোভ মানুষ ছিলেন। ব্যক্তি ও পারিবারিক জীবনে কঠিন জীবন-যাপন করেও শ্রেণী সংগ্রামে সর্বদা নিবেদিত ছিলেন।"
সহিদুল্লাহ চৌধুরী গত ৩ জানুয়ারি শুক্রবার দুপুরে ঢাকা-ডেমরার নিজ বাড়িতে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শ্রমিক আন্দোলনে অপূরণীয় ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দ বলেন, "তাঁর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শ্রমিক আন্দোলনে তাঁর অবদান প্রতিমুহূর্তে এ দেশের শ্রমিক মেহনতি মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"
তাঁরা বলেন, "শ্রমিক শ্রেণীর রাজত্ব কায়েম করার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণে চলমান সংগ্রামকে জোরদার করে আমাদের এগিয়ে নিতে হবে।"