সিটি কর্পোরেশনের কাজ নিয়ে মুফতি মাসুম বিল্লাহ’র অসন্তোষ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্থবিরতা কাম্য নয়। এতে জনগণের ভোগান্তি হচ্ছে, আমরা তা কখনই প্রত্যাশা করি না। তীব্র যানজট শহরের নিত্যদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব নগর কার্যালয়ে সেশনের শেষ মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা হাবীবুল্লাহ হাবিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেনসহ নগর দায়িত্বশীলবৃন্দ।
তিনি আরও বলেন, "রাজনীতি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন, তারা নিজেদের কল্যাণের জন্য রাজনীতি করেছে। আমরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে রাজনীতি করি বলে কারো কোনো সহযোগিতা নিয়ে এমপি মন্ত্রী হতে রাজি হইনি।"