০৫ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ২ জানুয়ারি ২০২৫

সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গণসংহতি আন্দোলনের শোক

সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গণসংহতি আন্দোলনের শোক

নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি।

বুধবার (২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন এবং মহানগর সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব বলেন, "প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসেন অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। নাট্যকর্মী দিদারুল ইসলাম চঞ্চলের হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের সঙ্গে দাঁড়িয়ে তিনি ন্যায়বিচার দাবি করেছিলেন। নারায়ণগঞ্জে গুম, খুন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন নাগরিকদের কণ্ঠস্বর হয়ে ওঠার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্মরণীয়। সাংবাদিক হিসেবে তিনি সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং দৈনিক ইয়াদে অন্যায়ের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছেন।"

তারা আরও বলেন, "আমরা তোফাজ্জল হোসেনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসে স্থান করে দেন।"

সকালেই থানা পুকুর পাড়ের বাসভবনে তোফাজ্জল হোসেনের মরদেহ দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা।

সর্বশেষ

জনপ্রিয়