বন্দরে ৩১ দফা দাবী বাস্তবায়নে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বন্দর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় পুরান বন্দর চৌধুরীবাড়ীস্থ ছালেহ বাবা দরবার শরিফ প্রাঙ্গনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও লিফলেট বিতরণকালে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, "বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তারা আরও বলেন, "বিগত সময়ে রাজপথে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা জেল খেটেছেন, যারা দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন, তাদের মতো পরীক্ষিত সৈনিকদের নিয়ে প্রতিটি ইউনিয়নকে বিএনপির নেতৃত্বে ঢেলে সাজানো হবে।"
বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, বন্দর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, সহ সভাপতি বাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল প্রধান, রুবেল কিবরিয়া, সহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সভা ও লিফলেট বিতরণের মাধ্যমে বন্দর ইউনিয়ন বিএনপি ৩১ দফা দাবী বাস্তবায়নে জনসমর্থন তৈরি করার আহ্বান জানিয়েছে।