সাংবাদিক তোফাজ্জল হোসাইনের মৃত্যুতে জামায়াতে ইসলামের শোক বার্তা
প্রবীণ সাংবাদিক দৈনিক ইয়াদ-এর সম্পাদক তোফাজ্জল হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ, বর্তমান আমির মাওলানা আবদুল জব্বার এবং সেক্রেটারি মানোয়ার হোসাইন। এক যৌথ শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার নেক আমলগুলো কবুল করার প্রার্থনা করেন। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহর কাছে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
এছাড়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না এক যৌথ শোক বার্তা প্রদান করেন। শোক বার্তায় তারা বলেন, "মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবনের ভুল-ভ্রান্তি ক্ষমা করে, তার নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।" তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি ধৈর্য্য এবং শক্তি প্রদান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।