প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোকবার্তা
নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক শোক বার্তায় জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি ওই শোক প্রকাশ করেন।
শোক বার্তায় গিয়াসউদ্দিন জানান, পেশাগত দায়িত্ব পালকালে ওসমান পরিবারের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন। সন্ত্রাসী ওই পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে কারাগারও বরণ করতে হয়েছিল। তিনি ছিলেন নির্ভীক কলম সৈনিক।
তিনি, তোফাজ্জল হোসেনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন তোফাজ্জল হোসেনের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। আমিন।