০৫ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৪, ২ জানুয়ারি ২০২৫

সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে সাবেক মেয়র আইভীর শোক

সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে সাবেক মেয়র আইভীর শোক

নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক এবং দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, "তোফাজ্জল হোসেন ছিলেন একজন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক।"

শোকবার্তায় তিনি আরও বলেন, "তোফাজ্জল হোসেন তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করেছেন। তিনি সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবসময় কলম চালিয়ে গেছেন।"

সাবেক মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, "আল্লাহ যেন তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন এবং তোফাজ্জল হোসেনকে জান্নাতুল ফেরদৌস দান করেন।"

সর্বশেষ

জনপ্রিয়