০৫ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০০, ২ জানুয়ারি ২০২৫

সবাইকে দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে হবে: আবদুল জব্বার

সবাইকে দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে হবে: আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, "সারাদেশে কনকনে শীত পড়ছে, এই সময়ে সবচেয়ে কষ্টে দিনাতিপাত করছে দেশের অসহায় ও দরিদ্র জনগণ।" তিনি এসময় সরকারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া পাগলা মসজিদ এলাকায় অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, "এই কঠিন সময়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং সামর্থ্যবান ব্যক্তিবর্গদের এ মহৎ কাজে এগিয়ে আসা উচিত।"

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আব্দুল গফুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা সেক্রেটারি সাদ আহমেদের সঞ্চালনায় শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, সমাজকল্যাণ সম্পাদক আলী মোহাম্মদ, মওদুদ আহমাদ, ডাক্তার আব্দুর রহিম, প্রফেসর আবুল বাশার, শ্রমিক কল্যাণের মাওলানা আব্দুল হাই, কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়