০৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৪, ১ জানুয়ারি ২০২৫

জেলা বিএনপির পর এবার কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত

জেলা বিএনপির পর এবার কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত

জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামীতে নতুন কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুমোদনে ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম।

২০২৩ সালের ১২ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ডা. শাহীন মিয়া আহ্বায়ক এবং মুহাম্মদ কায়সার রিফাতকে সদস্য সচিব হিসেবে নিয়ে গঠিত হয়েছিল এই কমিটি।

এর আগে গত ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা বিএনপির নতুন কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়