০২ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫০, ৩০ ডিসেম্বর ২০২৪

নিজে কুরআন শেখো এবং অন্যকে শেখাও: মাওলানা মঈনুউদ্দিন

নিজে কুরআন শেখো এবং অন্যকে শেখাও: মাওলানা মঈনুউদ্দিন

মাওলানা মঈনুউদ্দিন আহমদ বলেন, "মাদরাসার ফলাফল শুনে হতাশ হবেন না। মনে রাখবেন, সমস্ত কিছু আল্লাহর ফায়সালা অনুযায়ী হয়। একদিন এই মাদরাসা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হবে, ইনশাআল্লাহ।"

নারায়ণগঞ্জ বন্দরের হাজীপুর তালিমুল মিল্লাত মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষার্থীদের সঙ্গে কোমল হৃদয়ে আচরণ করতে হবে এবং তাদের স্বাগত জানাতে মাদরাসায় ১০ মিনিট আগে উপস্থিত হতে হবে। আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, 'তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায়।'"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান সেলিম। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি আব্দুল সাত্তার আনসারী, পরিচালক সামসুদ্দোহা এবং ইনচার্জ শরিফুল ইসলাম।

ইংরেজি বিভাগের শিক্ষক মো. মাহবুবুর রহমান অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মার্কশিট ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন এবং মাদরাসার উন্নতির জন্য দোয়া করেন।

সর্বশেষ

জনপ্রিয়