০১ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৪

ঢাকায় খেলাফত মজলিসের সম্মেলনে নারায়ণগঞ্জের শোডাউন

ঢাকায় খেলাফত মজলিসের সম্মেলনে নারায়ণগঞ্জের শোডাউন

খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। অধিবেশনে সারাদেশের অংশগ্রহণের পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার বিশাল শোডাউন ছিল চোখে পড়ার মতো।

সকাল ৮টায় নারায়ণগঞ্জের বিশাল মিছিল বায়তুল মোকাররম থেকে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছায়। প্রায় তিন হাজার মানুষের উপস্থিতি নিয়ে এই মিছিল অনুষ্ঠানস্থলে ব্যাপক সাড়া ফেলে। অধিবেশনে নারায়ণগঞ্জ থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

সম্মেলনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। উদ্বোধন করেন সাবেক আমীর ও বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

অধিবেশনে আরও বক্তব্য রাখেন: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর মাওলানা সৈয়দ রেজাউল করীম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

সর্বশেষ

জনপ্রিয়