বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেন, "যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাঁদের সম্মানিত করতে পারা আমাদের গর্বের বিষয়। আপনারা এ দেশের সূর্য সন্তান।"
তিনি আরও জানান, মুক্তিযুদ্ধের সময় চরমোনাই মাদরাসা মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ হাবিব, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আলতাফ হোসেন।
সঞ্চালনায় ছিলেন নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহা. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, ছাত্র আন্দোলনের নগর সভাপতি মুহা. ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, "এই প্রথম কোনো ইসলামী দলের পক্ষ থেকে সংবর্ধনা পেলাম। এ আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী এড. নুরুল হুদা, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ভুইয়া (জুলহাস), সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আয়েত আলী, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ নুর হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. দিলওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী নুর উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন।