২৯ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৪

জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার চাষাড়া জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মুফতি মনির হোসাইন কাশেমী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম একটি ঐতিহাসিক সংগঠন, যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১০৫ বছরের বয়সী এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করছে এবং করবে। আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা কোনো লুটেরা, মিথ্যাবাদী বা দুর্নীতিবাজকে নেতা হিসেবে গ্রহণ করব না। আমরা সেই নেতৃত্ব চাই যারা সাধারণ মানুষের সুখ-দুঃখ বুঝবেন এবং তাদের অধিকার রক্ষা করবেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল, যার মূল লক্ষ্য জনগণের সেবা।”

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদগুলো নিম্নরূপ: সভাপতি মুফতি মনির হোসাইন কাশেমী, সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। সহ-সভাপতি: মুফতি আব্দুস সবুর কাশেমী, মুফতি তৈয়ব আল হোসাইনী, মুফতি শিব্বির আহমদ, মুফতি মনির উজ জামান, মাওলানা ইব্রাহীম খলিল, মুফতি কাজী দেলোয়ার হোসাইন, হাজী মুক্তার হোসাইন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতি হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক: মাওলানা মাসনূর আহমাদ ভূঁইয়া, মাওলানা জমির উদ্দিন ফারুকী, হাজী জসিম আলী, মাওলানা রুহুল আমীন, মুফতি আলাউদ্দিন ফরাজী, মাওলানা তানইম মাদানী। 

সাংগঠনিক সম্পাদক: মাওলানা গিয়াস উদ্দিন আড়াইহাজারী, সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, মাওলানা রিয়াজ উদ্দিন, মুফতি সোহাইল তায়েফী, মুফতি মাহমুদুল হাসান রাসেল কাশেমী। 

অর্থ সম্পাদক: হাজী আনোয়ার হোসাইন, সহ-অর্থ সম্পাদক: আলহাজ্ব আবু সাঈদ, আলহাজ্ব মিসবাহ উদ্দিন, মাওলানা মাসুদুর রহমান। 

দপ্তর সম্পাদক মুফতি ইসমাঈল সরকার, সহ-দপ্তর সম্পাদক মাওলানা ফয়সাল ইবনে মাহফুজ, মাওলানা দীন ইসলাম। 

প্রচার সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস, সহ-প্রচার সম্পাদক মুফতি মাহদী বিন ইব্রাহীম, আব্দুর রহমান আল কাফী, শহীদুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ মোখলেছুর রহমান। 

সর্বশেষ

জনপ্রিয়