’শহরের যানজট নিরসনে প্রশাসন নিরব কেন’ মাওলানা মঈনুদ্দিনের প্রশ্ন
নারায়ণগঞ্জ শহরের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাওলানা মঈনুদ্দিন বলেন, “নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে প্রশাসন যেন ঘুমিয়ে আছে। বিভিন্ন সময়ে আমরা প্রশাসনকে এই সমস্যার সমাধানে আহ্বান জানিয়েছি, কিন্তু কোনো দৃশ্যমান কার্যক্রম দেখতে পাইনি। জনগণ জানতে চায়, যানজটের পেছনে কোন অদৃশ্য শক্তি কাজ করছে।”
তিনি আরও বলেন, “মিষ্টি মিষ্টি কথা বলে দিন পার করলে হবে না। জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সফলতা কামনা করে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, “নারায়ণগঞ্জের মানুষ নানা সমস্যায় জর্জরিত। নাগরিক সমস্যা, যানজট, এবং হকার সমস্যা সমাধানে বৈশাখী টেলিভিশন আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করি।”
তিনি উল্লেখ করেন, “৫ আগস্টের আগে যে ঘটনা ঘটেছে, তা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি এবং কখনো ভুলবেও না। বৈশাখী টেলিভিশন যেন জনগণের সমস্যাগুলো তুলে ধরে এবং সেগুলোর সমাধানে ভূমিকা রাখে।”