২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৭, ২৬ ডিসেম্বর ২০২৪

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবীন বরণ অনুষ্ঠিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবীন বরণ অনুষ্ঠিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার সকালে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছিমা সর্দার। বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সাংবাদিক ও শিক্ষক মাকসুদ ইবনে রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুলতানা আক্তার, জেলা কমিটির সদস্য রোকন মিঞা এবং নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক আহামেদ রবিন স্বপ্ন।

সাংস্কৃতিক পর্বে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা গান, নাচ এবং নাটক পরিবেশন করে।

নেতৃবৃন্দ বলেন, "শিক্ষা মানুষকে আধুনিক, সভ্য ও মানবিক করে তোলে। চিত্ত ও চিন্তার প্রতিনিয়ত বিকাশ শিক্ষার প্রধান উদ্দেশ্য। শিক্ষা প্রতিষ্ঠান কেবল জ্ঞানচর্চা নয়, জ্ঞান সৃষ্টিরও প্রতিষ্ঠান।" তারা অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও শিক্ষার ক্ষেত্রে বৈষম্য এখনও দূর হয়নি। শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং সাম্প্রদায়িকীকরণ শিক্ষার মান ধ্বংস করছে।

তারা আরও বলেন, "নারায়ণগঞ্জ একটি জনবহুল শিল্প এলাকা হলেও এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ নেই। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শ্রমজীবী পরিবারের সন্তানেরা প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তে পারে না।" নেতৃবৃন্দ বৈষম্যহীন শিক্ষা এবং সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজতন্ত্রকে একমাত্র সমাধান হিসেবে উল্লেখ করেন।

নেতৃবৃন্দ শিক্ষার্থীদের হতাশা, মাদকাসক্তি, এবং আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির পেছনে শিক্ষার সুযোগ ও মানের অভাবকে দায়ী করেন। তারা বলেন, "সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হলে কেবল সংস্কার যথেষ্ট নয়। সত্যিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন।"

নবীন বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

সর্বশেষ

জনপ্রিয়