বাবা-মা ঠিকমতো দায়িত্ব পালন করলে সন্তান সফল হবে: গিয়াসউদ্দিন
“বাবা-মা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে সন্তান অবশ্যই জীবনে সফল হবে। আর যদি ব্যর্থ হয়, সেই দায়ও অভিভাবকদের নিতে হবে,” বলেছেন এম.এ. হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বুধবার (২৫ ডিসেম্বর) দেলপাড়া কুতুবপুর মীরকুঞ্জ পার্টি সেন্টারে আয়োজিত দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, “অনেক অভিভাবক মনে করেন সন্তান এ প্লাস না পেলে ঠিকমতো পড়াশোনা করেনি। সবার মেধা সমান নয়, মেধার তারতম্য স্বাভাবিক। ক্লাসের সবাই প্রথম বা দ্বিতীয় হবে না। তবে আমরা চেষ্টা করতে পারি তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার।”
তিনি আরও বলেন, “কখনো সন্তানদের বলবেন না ‘তোমার দ্বারা হবে না’। বরং সবসময় তাদের উৎসাহিত করবেন। আমরা ব্যবসা-বাণিজ্যে অনেক সময় দিই, কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ—সন্তানদের সময় দিতে ভুলে যাই।”
গিয়াসউদ্দিন অভিভাবকদের উদ্দেশে বলেন, “প্রত্যেক মানুষের মেধা বা জ্ঞান এক নয়। মানুষের দৈহিক পার্থক্যের মতোই তাদের মানসিক এবং জ্ঞানেরও পার্থক্য রয়েছে। সন্তানদের প্রতি ধৈর্য ধরতে হবে এবং তাদের উৎসাহিত করতে হবে। গুণ সম্পৃক্ততা বাড়ানোই একজন মানুষের প্রকৃত মূল্যায়ন নির্ধারণ করে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্গানাইজিং কমিটির সদস্য সচিব বিল্লাল হোসেন, এবং সঞ্চালনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মোসাদ্দেক হোসেন।
এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমির হোসেন মোল্লা, হাজী আবু তাহের, সুলতান মাহমুদ মোল্লা, রমিজ উদ্দিন খাঁন, মশিউর রহমান খাঁন, মাজেদুল ইসলাম, কামাল ভূঁইয়া, আক্তার খন্দকার, সাঈদ মাদবর, ফয়সাল খাঁন স্বপন, নাসির প্রধানসহ দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল।