২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫১, ২৫ ডিসেম্বর ২০২৪

শামীম ওসমানের বিরুদ্ধে দিনার যত অভিযোগ

শামীম ওসমানের বিরুদ্ধে দিনার যত অভিযোগ

অন্তঃসত্ত্বা অবস্থায় শামীম ওসমানের নির্দেশে পুলিশের নির্মম নির্যাতনে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফ্যাসিবাদবিরোধী তৃণমূল মঞ্চ’-এর ব্যানারে অপসারিত সিটি ও পৌর কাউন্সিলরদের একাংশের গণসমাবেশে অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল বলেও এসময় তিনি অভিযোগ করেন। 

আয়েশা আক্তার দিনা বলেন, ‘আমরা ১৭ বছর নির্যাতিত হয়েছি। তারপরও জনগণকে সেবা দেওয়ার জন্য নিজের ভিটা-বাড়ি বিক্রি করে বারবার নির্বাচন করেছি। আমি যেখানে কাউন্সিলর হয়েছি, সেখানে আন্তর্জাতিক গডফাদার শামীম ওসমানের বসবাস ছিল। সেখানে শামীম ওসমানের প্রার্থীকে বারবার হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছি। আমার জনপ্রিয়তার জন্য বারবার আমাকে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। আমি বলেছি, ফাঁসি দিলেও আওয়ামী লীগে যোগ দেব না। 

তিনি অভিযোগ করে বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় শামীম ওসমানের নির্দেশে আমার ওপর পুলিশ নির্মম নির্যাতন করেছিল। সেই নির্যাতনে আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। এরপরও মামলা-নির্যাতন সহ্য করেছি। ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সব সময় লড়ে গিয়েছি। মানুষের সেবা করেছি। আমরা ছিলাম বলেই জনগণ সাহস পেয়েছিল, প্রতিবাদ করতে পেরেছিল।’

সর্বশেষ

জনপ্রিয়