২৬ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৬, ১০ ডিসেম্বর ২০২৪

লং মার্চের জন্য প্রস্তুত যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল

লং মার্চের জন্য প্রস্তুত যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চে যোগ দিতে প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। জেলার বিভিন্ন পয়েন্ট থেকে ‘ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা’ নিয়ে আগরতলা অভিমুখে যাত্রা শুরু করবেন তারা।

বুধবার সকালে তারা ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভুলতা-গাউছিয়া হয়ে যাত্রা শুরু করবেন বলে সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, সংগাঠনিকভাবে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে দলগতভাবে তাদের যাত্রা শুরু হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিয়েছেন নেতা-কর্মীরা।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে হাজারো নেতা-কর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় জড়ো হবেন। পরে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে তারা যাত্রা শুরু করবেন।

যুবদল নেতা খায়রুল ইসলাম সজীব বলেন, ‘লং মার্চ কর্মসূচি উপলক্ষে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রতিবেশী দেশের প্রতি বন্ধুত্বের বার্তা নিয়ে রওয়ানা হবো।’

অনুসারী নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুত রয়েছেন মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদও। সকালে তার নেতৃত্বে অনুসারী নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হবেন। পরে সেখান থেকে লং মার্চে যোগ দিবেন তারা।

প্রস্তুতি রয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানারও। অনুসারী নেতাকর্মীদের নিয়ে তিনিও লং মার্চে অংশ নেবেন বলে জানা গেছে।

তবে, সরাসরি ঢাকায় জমায়েতের কথা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগর। তার নেতৃত্বে অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

সাগর বলেন, ‘আগামীকাল আমরা ঢাকা ইউনিটের সাথে যুক্ত হবো। সেখান থেকেই তাদের সাথে লং মার্চে অংশগ্রহণ করবো।’

সর্বশেষ

জনপ্রিয়