ওসমান পরিবারের দালাল ব্যবসায়ীদের তালিকা হচ্ছে: টিপু
আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জে যেসব ব্যবসায়ী ওসমান পরিবারের ‘অপকর্ম, দুর্নীতিতে সহযোগিতা করেছেন’ তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। ‘সময়মতো’ এ তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন বিএনপির এ নেতা।
স্ট্যাটাসে তিনি লেখেন, নারায়ণগঞ্জে যে সকল ব্যবসায়ী নামধারী নেতারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের গডফাদার ওসমান পরিবারের দালালি করতে ব্যস্ত ছিলেন এবং তাদের সকল অপকর্মে, দুর্নীতিতে ও সন্ত্রাসী কার্যকলাপে সহযোগিতা করেছেন, তাদের চিহ্নিত করে কালো তালিকা তৈরি করা হবে। এবং সকল ক্ষেত্রে তাদেরকে বয়কট করা হবে।
নারায়ণগঞ্জবাসী ও সকল ব্যবসায়ী সেক্টরের সাধারণ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরকে ‘এই সকল ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের গডফাদার ওসমানদের দালালদের’ বয়কটেরও আহ্বান জানান টিপু।
যোগাযোগ করা হলে প্রেস নারায়ণগঞ্জকে বিএনপির এ নেতা বলেন, ‘ফ্যাসিস্ট ওসমান পরিবারের দালালদের তালিকা করা হচ্ছে। আমরা সময়মতো এ তালিকা প্রকাশ করবো। নামধারী যেসব ব্যবসায়ী ওসমান পরিবারের সকল অপকর্মে সহযোগিতা করেছেন, তাদের দালালিতে ব্যস্ত ছিল তাদের তালিকা প্রকাশ করা হবে। সামাজিকভাবে তাদের বয়কট করা হবে।’