৬ থানায় কমিটি গঠন
নারায়ণগঞ্জে সংগঠন গোছাচ্ছে জাতীয় নাগরিক কমিটি
তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। এরই অংশ হিসেবে দেশের থানা ও উপজেলা পর্যায়ে কমিটি করছে তারা। নারায়ণগঞ্জেও সংগঠিত হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। ইতিমধ্যে জেলার ৬টি থানায় তাদের প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে, শিগ্রীই আসছে আড়াইহাজার থানা কমিটি। কমিটিগুলো ইতিমধ্যে তাদের নিজ নিজ এলাকায় কার্যক্রমও শুরু করেছে। জাতীয় নাগরিক কমিটি থানা পর্যায়ে পরিচিতি, মতবিনিময় সভা, জুলাই আন্দোলনে নিহত, আহতদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পালন করছে। আগামীতে সামাজিক, রাজনৈতিক সমস্যা, ইস্যু নিয়েও কাজ করবেন বলে জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের সাথে যুক্ত নানা শ্রেণি পেশার তরুণদের নিয়ে গঠন করা হচ্ছে এই প্রতিনিধি কমিটি।
রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি। নভেম্বর থেকে সংগঠনটি থানা পর্যায়ে প্রতিনিধি কমিটি দেয়া শুরু করে। গত ২৬ নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা প্রতিনিধি কমিটি গঠন করে সংগঠনটি। পরবর্তীতে ধারাবাহিকভাবে আড়াইহাজার বাদে বাকি ৬ থানায় কমিটি ঘোষণা করে তারা। একই সাথে জেলার মধ্যে বিভিন্ন কর্মসূচীও পালন করতে থাকে গঠিত কমিটির সদস্যরা।
২৯ নভেম্বর সিদ্ধিরগঞ্জ ও ৩০ নভেম্বর ফতুল্লায় আন্দোলনে শহীদ পরিবার, আহত এবং তৃণমূল সংগঠকদের সাথে মতবিনিময় সভায় করে কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটি। ৭ ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলোতে ‘কমিটি পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে প্রেস নারায়ণগঞ্জের সাথে আলাপ হয় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল আমিনের সাথে। আব্দুল্লাহ আল আমিন বলেন, সারাদেশে আমরা ‘প্রতিনিধি কমিটি’ গঠন করছি। সাধারণ মানুষের কাজ থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। নারায়ণগঞ্জে গঠিত ৬ কমিটির মাধ্যমে ইতিমেধ্য প্রায় ৮০০জন আমাদের সাথে সরাসরি জড়িত হয়েছেন। আড়াইহাজার থানা কমিটি প্রস্তুত শুধু অনুমোদন বাকি।
থানা কমিটি গুলো প্রাথমিক কাজগুলো করছে জানিয়ে তিনি বলেন, কমিটিগুলো নিজেদের মতো করে প্রাথমিক কাজ করছে। মতবিনিময় সভা, জুলাই আন্দোলন বিষয়ে প্রদর্শনী, আন্দোলনে নিহত, আহত ও তাদের পরিবারদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পালন করছে। এছাড়া স্থানীয় যে সামাজিক সমস্যাগুলো রয়েছে সে বিষয়ে কেন্দ্রের সাথে পরামর্শ সাপেক্ষে কর্মসূচী গ্রহণ করছে। আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রতিনিধি কমিটিগুলো সে অনুযায়ীই কাজ করছে। জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল না তবে এটি একটি রাজনৈতিক সংগঠন। জুলাই আন্দোলনে মানুষ শুধু সরকারের পরিবর্তন চায়নি, ব্যবস্থার পরিবর্তন চেয়েছে। আমরা তাদের সেই আকাঙ্খা পূরণে তাদের প্রতিনিধিত্ব করছি। তাই আমরা সামাজিক এবং রাজনৈতিক সব বিষয়েই কথা বলবো এবং কাজ করবো। এর মধ্য দিয়েই আমাদের চেষ্টা থাকবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
গত ২৬ নভেম্বর সোনারগাঁও উপজেলায় নারায়ণগঞ্জের প্রথম থানা কমিটি ঘোষণা করা হয়। সোনারগাঁ প্রতিনিধি কমিটিতে মো. সানাউল্লাহ (শহীদ পরিবার), সাঈদ (শহীদ পরিবার), সাকিব (আহত), শাকিল (আহত), আলাউদ্দিন রফিক, মো. জাহিদুল হক, ফারজানা আক্তার, ইঞ্জি. মো. শাহেদুর রহমান, নুরুদ্দিন প্রধান, মোস্তাফা খন্দকারসহ ৬৯ জনকে সদস্য করা হয়।
২৮ নভেম্বর সদর থানায় প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আসিফ পারভেজ উৎস (আহত), তাকবীর হোসেন (আহত), মাযহারুল ইসলাম মুসা (আহত), আহমেদুর রহমান তনু, শওকত আলী, সাবিত আল হাসান, গোলাম রাব্বানী শিমুল, মাহমুদুন নবী, লুবনা আক্তার, সাব্বির আল ফাহাদসহ ৭১জনকে সদস্য করা হয়। তবে পরবর্তীতে গোলাম রাব্বানী শিমুল পদত্যাগ করেন।
গত ১ ডিসেম্বর রূপগঞ্জ থানার প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মৌসুমি নাছরীন, মো. আরিফুল ইসলাম, সারোয়ার হোসেন, ফাহিম বেপারী, হাফেজ মাওলানা তানঈম মাদীনা, জুনাইদ আনজুম, মো. ইয়াসিন, রাবেয়া ইসলাম মীফ, সৌরভ হোসেন তামিম, ইলিয়াস (বাবলু মিয়া) সহ ২০৬ জনকে সদস্য করা হয়।
একইদিন বন্দর থানার প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আশিকুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আল ফয়সাল, আহমেদুর রহমান তনু, সাকিব চৌধুরী, মো. নিজাম উদ্দিন, মো. আল হাসান, মো. ঈমান আলী, সৈয়দ ইউসুফ আম্মান, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মো. ওয়াহিদুজ্জামানসহ ৬০ জনকে সদস্য করা হয়।
গত ৫ ডিসেম্বর ফতুল্লা থানার প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. ইফতি (আহত), মো. রিফাত (আহত), মো. ইয়ামিন শেখ (আহত), বিল্লাল হোসাইন (আহত), নাইমুল খান রওনক (আহত), রাহাত হোসেন (আহত), ড. মাহমুদুল হাসান, জোবায়ের হোসেন (তামজিদ), আব্দুর রহমান গাফফারি, যুবাইর সরদারসহ ১৯৮ জনকে সদস্য করা হয়।
গত ৮ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সানজিদা আকতার (আহত), মো. হাবিবুর রহমান মোল্লা (আহত), মো. মাইনুদ্দিন (আহত), মাহফুজুর রহমান (আহত), ফজলে রাব্বি, মো. সোহেল খান সিদ্দিকরাইসুল ইসলাম রিফাত, তানজিমা জিনাত, মোজাম্মেল হক রাহিম, আলী জাকের অপূর্বসহ ১৭৬জনকে সদস্য করা হয়।